Sunday 14 September 2014

সহপাঠি

সহপাঠি
কথা ছিল পড়ে এসো ইন্দাসভ্যালি আর প্রাচীন শহর নাম হরপ্পা
যথারীতি হোম ওয়ার্ক নট ডান মিস ঢালী রেগে তাই খাপ্পা
বুদ্ধের পায়ে নাকি ছিল ছটা আঙুল এইছিল মুকেশের উক্তি
সম্বিত হাসে দেখে মিস তার পাশে এসে সোধায় এ কেমন যুক্ত ?
চকচকে টাক নিয়ে অঙ্কের বই নিয়ে ক্লাসে ঢোকে মিস্টার নিয়োগী
চক বোর্ড ডাস্টার a2 b2 পড়াতেন pi ,set theory.
আমি আর কৌশিক ভুল হবে জানি ঠিক তবু এসে খাতা নিয়ে বলতাম
স্যার আই can't do, স্যার আই can't do ,কান ধরে উঠবস করতাম
আনমনা হয়ে দেখি আড়চোখে কাউকে নেই মন জুলিয়াস সিজারে
ধমকায় লাহিড়ী প্রেম প্রেম গন্ধ বল তুই কাতে এতো ফিদারে ?
টার্গেট ছিল ভাই একটাই জীবনের যত চিঠি স্যার দিত লিখতে
এড্রেসে তার নাম লেখো কেন রোজ রোজ স্কুলে আসো এইসব শিখতে ?
রাগী মিস শোভনা, বেশি কথা বলেনা, পড়াতেন লাস্ট ক্লাস রসায়ন
রসাতলে চলে যা, হোলক্লাস বাইরে, ক্লাসে সিরফ থাকতো তিনজন
স্মর, সিবা, শর্মিলা, ফাষ্টক্লাস ফাষ্টো ,বাকিরা বেহায়া বেয়াদব
ক্লাস করে তিনজন মজলিশ বাইরে যেমন chemical isotope
নন্দিনী মিস কেন আসেনিকো আজকে ? geography যাই পাছে ভুলে
navigate করে নিতো আণবিক cycle-এ update পরদিন স্কুলে
ওতপাতি বাতরুমে আরশোলা ধরতে পরদিন কাটা হবে ল্যাবে
গুটিকয় chloroform-এ অজ্ঞান করাহতো ছোড়াহতো মেয়েদের গায়ে
রোজ কত অঘটন ঘটাতাম সারাক্ষন বাঁদরামি ফাজলামী সঙ্গে
আমাদের স্কুলছিল সেরা আমাদের কাছে সমগ্র পশ্চিম বঙ্গে
farewell নিতেগিয়ে কতগুলো ছেলেমিলে ঘটালাম অদ্ভুত কান্ড
বাতরুমে লাথি মেরে হাতে নাতে ধরা পড়ে বকাঝকা খেলাম প্রচণ্ড
আজ প্রায় চল্লিশ কেটেছে বছর বিশ মনেআছে সব খুটিনাটি
ক্লাস আছে স্কুল আছে স্যার আছে মিস আছে নেই আজ সেই সহপাঠি

No comments:

Post a Comment