Sunday 14 September 2014

লাগাও গাছ

পৃথিবীর রং আর নেই সবুজ...
সোন রে সোন রে সোন অবুঝ...
জলে আর খেলেনা মাছ ...
লাগাও গাছ !! লাগাও গাছ !!

উত্তাপে গলে হিমশৈল...
তলানিতে ঠেকে প্রাকৃতিক তৈল...
বাড়ছে দিন দিন পৃথিবীর আঁচ...
লাগাও গাছ !! লাগাও গাছ !!

ভূকম্পের জেরে হয় সুনামি...
বিক্রি হচ্ছে তাই চাঁদের জমি....
ঘরে ঘরে তোলো এই আওয়াজ...
লাগাও গাছ !! লাগাও গাছ !!

কবিতা আর আমি

কবিতা আর আমি 

সেদিন চিত্‍কার করে বলেছিলাম "আমি তোমাকে ভালোবাসি কবিতা
তোমাকে ছাড়া আমি অসহায়" যেমন আর পাঁচটা প্রেমিক বলে থাকে 
আমি কিন্তু কবিতাকে সত্যি ভালোবাসি আর কবিতাও জানে আমি ছাড়া ও অসম্পূর্ণ
ছোটোবেলার বন্ধুত্ব যে এতো কস্ট দিতে পারে কবিতা আর আমি বুঝিনি
কবিতা আর আমি পালিযে গেলাম একদিন, বাড়ির অমতেই বাঁধলাম সংসার

কবিতা আর আমার প্রেম কত নিস্পাপ,কত পবিত্র,কত... থাক সে কথা
বছর ঘুরতেই পিতা হলাম জমজ সন্তানের,নাম দিলাম "লয়" আর "ছন্দ"
কবিতা আর আমার আদর, স্নেহে,মায়ায় বড় হতে লাগল ওরা
"সুর" আমাদের একমাত্র কন্যা সন্তান জন্মালো আরো বছরদুই পর

ওরা তিনজন লয় ,ছন্দ আর সুর বড় হতে লাগলো আমার আর কবিতার ভালোবাসায়
সন্ধ্যা হলেই কবিতা গান করতো লয় ,ছন্দ আর সুরকে সঙ্গে নিয়ে আমি শুনতাম
এক অদভূত ভালোলাগা যেন আমাকে আচ্ছন্ন করে রাখত
দিন যায় মাস যায় কবিতা আর আমি আজ বারধক্যের দোরগোড়ায়

লয় ,ছন্দ আর সুর আজ তরুণ তরুণী ওরা বড় হয়ে গেছে
এখন আর আমার কিম্বা কবিতার হাত ধরে রাস্তা পেরোয়না
একদিন সুর আমাকে বেশ চিতকার করে বললো "আমাকে আমার মতো থাকতে দাও"
ওরা বড় হয়ে গেছে এখন কবিতা আর আমাকে কোন প্রয়োজন নেই ...

সহপাঠি

সহপাঠি
কথা ছিল পড়ে এসো ইন্দাসভ্যালি আর প্রাচীন শহর নাম হরপ্পা
যথারীতি হোম ওয়ার্ক নট ডান মিস ঢালী রেগে তাই খাপ্পা
বুদ্ধের পায়ে নাকি ছিল ছটা আঙুল এইছিল মুকেশের উক্তি
সম্বিত হাসে দেখে মিস তার পাশে এসে সোধায় এ কেমন যুক্ত ?
চকচকে টাক নিয়ে অঙ্কের বই নিয়ে ক্লাসে ঢোকে মিস্টার নিয়োগী
চক বোর্ড ডাস্টার a2 b2 পড়াতেন pi ,set theory.
আমি আর কৌশিক ভুল হবে জানি ঠিক তবু এসে খাতা নিয়ে বলতাম
স্যার আই can't do, স্যার আই can't do ,কান ধরে উঠবস করতাম
আনমনা হয়ে দেখি আড়চোখে কাউকে নেই মন জুলিয়াস সিজারে
ধমকায় লাহিড়ী প্রেম প্রেম গন্ধ বল তুই কাতে এতো ফিদারে ?
টার্গেট ছিল ভাই একটাই জীবনের যত চিঠি স্যার দিত লিখতে
এড্রেসে তার নাম লেখো কেন রোজ রোজ স্কুলে আসো এইসব শিখতে ?
রাগী মিস শোভনা, বেশি কথা বলেনা, পড়াতেন লাস্ট ক্লাস রসায়ন
রসাতলে চলে যা, হোলক্লাস বাইরে, ক্লাসে সিরফ থাকতো তিনজন
স্মর, সিবা, শর্মিলা, ফাষ্টক্লাস ফাষ্টো ,বাকিরা বেহায়া বেয়াদব
ক্লাস করে তিনজন মজলিশ বাইরে যেমন chemical isotope
নন্দিনী মিস কেন আসেনিকো আজকে ? geography যাই পাছে ভুলে
navigate করে নিতো আণবিক cycle-এ update পরদিন স্কুলে
ওতপাতি বাতরুমে আরশোলা ধরতে পরদিন কাটা হবে ল্যাবে
গুটিকয় chloroform-এ অজ্ঞান করাহতো ছোড়াহতো মেয়েদের গায়ে
রোজ কত অঘটন ঘটাতাম সারাক্ষন বাঁদরামি ফাজলামী সঙ্গে
আমাদের স্কুলছিল সেরা আমাদের কাছে সমগ্র পশ্চিম বঙ্গে
farewell নিতেগিয়ে কতগুলো ছেলেমিলে ঘটালাম অদ্ভুত কান্ড
বাতরুমে লাথি মেরে হাতে নাতে ধরা পড়ে বকাঝকা খেলাম প্রচণ্ড
আজ প্রায় চল্লিশ কেটেছে বছর বিশ মনেআছে সব খুটিনাটি
ক্লাস আছে স্কুল আছে স্যার আছে মিস আছে নেই আজ সেই সহপাঠি

ব্লু লেগুন

ধিকিধিকি জ্বলছে আগুন
নির্জন এই দ্বীপে
তুমি আমি একাকীতে
সামনে ব্লু লেগুন... সামনে ব্লু লেগুন...

ঘন ঘন পড়ছে শ্বাস
উত্তেজিত আশপাস 
দুরু দুরু বুকের শব্দ
ভূরু ভূরু চাহুনী স্তব্দ

সামনে ব্লু লেগুন....সামনে ব্লু লেগুন...

ফুঁসছে সাগর উঠছে ঢেউ
আছড়ে পড়ে তীরে কেউ
সিথিল স্রোতের টনে
বলছি কানে কানে

সামনে ব্লু লেগুন... সামনে ব্লু লেগুন...

ফুজিয়ামা

জমে থাকা সুপ্ত ভলোবাসার কামণা 
ফুটন্ত লাভার হিংস্র থাৰার বাসণা 
জেগেছে ফুজিয়ামা !!

অগ্নিউৎক্ষেপন বিফল জলকামাণ ণিভছেণা
বিপন্ন মালভুমী উত্তাপে মরুভুমী পারছিনা
জেগেছে ফুজিয়ামা !!

ধীর প্রতিপক্ষ নিস্চুপ কক্ষ ঐকোনা
প্রচণ্ড ক্ষিপ্ত ভূখণ্ড তৃপ্ত রসনা 
নিভেছে ফুজিয়ামা....

লিঙ্গ সমাচার

লিঙ্গ সমাচার
কোন টয়লেটে যাবে পিংকী his নাকি her
সঠিক উত্তর দিতে পারলে প্রোচুর উপহার
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
হেডে gents আর টেলে female ছক্কা কিম্বা পুট
আড়াআড়ী পড়লে ভায়া 50:50 বিস্কুট
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
ইতিহাসের ছাএ বল্লে এ নতুন কি surprise ?
বৃহন্নলা সেজে অর্জুন করেছিল disguise
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
পাহাড় খাদ আর উপত্তকা মাপতে হবে প্রচুর
geography র ছাএী বল্লে করবো শরীরের contour
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
ব্যকরণের বিশেষজ্ঞ বল্লে লিঙ্গ ঘেঁটে
স্ত্রী পুং আর ক্লীব লিঙ্গ আছে লেখা বটে
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
pituitary gland থেকে ভাই hormone secretion
gonadotropin -এর কম বেশিতেই অদ্ভুত এ creation
একই অঙ্গে নারী পুরুষ আছে প্রচুর প্রমান
এক কথাতে hermaphrodite বলে জীবন বিজ্ঞান
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার
অবশেষে বিদ্যজনে বল্লে দাড়ি চুলকে
ক্ষমা করে দিননা মসাই production- এর ভুলকে
চল টস কর, চল টস কর, চল টস কর আর একবার.....