Sunday, 14 September 2014

ব্লু লেগুন

ধিকিধিকি জ্বলছে আগুন
নির্জন এই দ্বীপে
তুমি আমি একাকীতে
সামনে ব্লু লেগুন... সামনে ব্লু লেগুন...

ঘন ঘন পড়ছে শ্বাস
উত্তেজিত আশপাস 
দুরু দুরু বুকের শব্দ
ভূরু ভূরু চাহুনী স্তব্দ

সামনে ব্লু লেগুন....সামনে ব্লু লেগুন...

ফুঁসছে সাগর উঠছে ঢেউ
আছড়ে পড়ে তীরে কেউ
সিথিল স্রোতের টনে
বলছি কানে কানে

সামনে ব্লু লেগুন... সামনে ব্লু লেগুন...

No comments:

Post a Comment