Wednesday 16 July 2014

১৪১১

ঝকঝকে বিজ্ঞাপন ভেসে উঠছে বারবার LED র পরদায় সিরিয়ালের ফাঁকে ফাঁকে
বুদ্ধিজীবীদের প্রসংশায় পঞ্চমুখ সমস্ত কর্পোরেট দুনিয়া
কোটি কোটি টাকার মুনাফা খুজছে সবাই কাশ্মীর থেকে কন্যাকুমারী
whiskey র গ্লাস হাতে পাঁচতারা হোটেলের banquet hall এ চিন্তিত সবাই
আর মাত্র ১৪১১ বাঁচাতে না পারলে সব শেষ
কাঁচা হলুদ আর কালো রং দিয়ে ডোরাকাটছে কচি কাঁচার দল
ওদের আজ বসে আকো প্রতিযোগীতা,বিষয় বন্য প্রাণী সংরক্ষণ
প্রথম পুরষ্কার কাপ দ্বিতীয় ও তৃতীয়দের মেডেল
মিসেস রিতা সেন চিন্তিত ওই কাপ কিম্বা মেডেল তাদের ড্রইং রুমে আসবেকিনা
আনন্দবাজার পত্রিকায় চোখ রেখে অবাক হলাম সেদিন ১৪১১ বিজ্ঞাপনের ঠিক নীচে তাকিয়ে
লোকালয়ে ঢুকেপড়া একটা বাঘকে কি নৃশংসভাবে মারে ফেলেছে গ্রামবাসীরা
ইট দিয়ে থেতলে দিয়েছে তার মাথা,নখ,দাঁত অপরাধ ? ক্ষুধা !
না খেতে পেয়ে ১৫ দিন বাঘটা দুর্বল হয়ে আসছিলো
তাই সহজ উপায় কাছের গ্রামে হানা দিয়ে ছাগল কিম্বা গরু মেরে বেঁচে থাকা
আজ ও বেঁচে থাকলে ১৪১১ সংখাটা ১৪১০ হতো না......

No comments:

Post a Comment