Wednesday, 16 July 2014

বাসটা চলছে হেলছে দুলছে

বাসটা চলছে হেলছে দুলছে
যাচ্ছে হাওড়া থেকে গড়িয়া
কেউবা ঢুলছে নয়তো ঝুলছে
অফিস যাবার পথে কেউ মরিয়া
এক মহিলা উঠলো সেই বাসে
নিয়ে তার বাঁচার সপ্ন ৯ মাসে
লেডিস সীটের সামনে যেই সে দাড়ায়
দিদিমনিরা দেখে তাকে আর মুখটিপে হাসে
জোটে না তার সীট কপালে 
মহিলা সমিতির আমলে 
মায়ের জাত হয়েও কেন
আকাশ থেকে পড়ে যেন
এক পুরুষ যাএী এসে
বললেন তিনি শেষে
"বসুন আমার সীটটাতে
আর মা না হযে বাবা হোক এদেশে"

No comments:

Post a Comment