Wednesday 16 July 2014

ভ্রূণ কথা

ভ্রূণ কথা

অঙ্কুরে হয়েছে প্রাণের স্পন্দন
বাঁচতে দাও কোরোনা আমায় নিধন
স্বাধীনভাবে বাঁচবো এই পৃথিবীতে
নাইবা হলাম তোমার পুত্র সন্তান !!

পুত্র কেন থাকে দুধে ভাতে ?
কন্যা থাকে কেন খালি হাতে ?
অধিকার দুজনেরই সমান
নাইবা হলাম তোমার পুত্র সন্তান !!

কন্যা দেখে নষ্ট কর ভ্রূণ
চুপিসাড়ে ঠান্ডা মাথায় খুন
বাঁচিয়ে রাখ প্রাণের এই স্পন্দন
নাইবা হলাম তোমার পুত্র সন্তান !!....

No comments:

Post a Comment