Sunday, 12 October 2014

পদচিহ্ন

দুজোড়া পায়ের ছাপ পড়ছিল নরম বালির উপর
ভগবান আর আমি করছিলাম জীবনের সফর..
ছোট থেকে বড় হওয়া সবকিছু দেখছিলাম আগাগোড়া
মাঝে মাঝে আড়চোখে দেখছিলাম পায়ের ছাপ সেই দুজোড়া...
আনন্দ,উৎসব,উন্মোদনায় তুমি ছিলে পাশেপাশে
দূঃখের দিনে আঁতকে তাকিয়ে দেখি পায়ের চিহ্ন নেই পাসে ?...
চিৎকার করে বলি "তুমি নেই কেন আজ কালোরাতে ?
সুখী তুমি ভগবান প্রমান পেলাম আজ হাতেনাতে "...
হেঁসে বলে ভগবান তুই মোর শন্তান ছিনু আমি ওই একজোড়ায়
দূঃখের দিন বলে ছিলিস আমার কোলে, তোর ছাপ নেই ওজোড়ায়....

No comments:

Post a Comment