Wednesday 16 July 2014

ভ্রূণ কথা

ভ্রূণ কথা

অঙ্কুরে হয়েছে প্রাণের স্পন্দন
বাঁচতে দাও কোরোনা আমায় নিধন
স্বাধীনভাবে বাঁচবো এই পৃথিবীতে
নাইবা হলাম তোমার পুত্র সন্তান !!

পুত্র কেন থাকে দুধে ভাতে ?
কন্যা থাকে কেন খালি হাতে ?
অধিকার দুজনেরই সমান
নাইবা হলাম তোমার পুত্র সন্তান !!

কন্যা দেখে নষ্ট কর ভ্রূণ
চুপিসাড়ে ঠান্ডা মাথায় খুন
বাঁচিয়ে রাখ প্রাণের এই স্পন্দন
নাইবা হলাম তোমার পুত্র সন্তান !!....

১৪১১

ঝকঝকে বিজ্ঞাপন ভেসে উঠছে বারবার LED র পরদায় সিরিয়ালের ফাঁকে ফাঁকে
বুদ্ধিজীবীদের প্রসংশায় পঞ্চমুখ সমস্ত কর্পোরেট দুনিয়া
কোটি কোটি টাকার মুনাফা খুজছে সবাই কাশ্মীর থেকে কন্যাকুমারী
whiskey র গ্লাস হাতে পাঁচতারা হোটেলের banquet hall এ চিন্তিত সবাই
আর মাত্র ১৪১১ বাঁচাতে না পারলে সব শেষ
কাঁচা হলুদ আর কালো রং দিয়ে ডোরাকাটছে কচি কাঁচার দল
ওদের আজ বসে আকো প্রতিযোগীতা,বিষয় বন্য প্রাণী সংরক্ষণ
প্রথম পুরষ্কার কাপ দ্বিতীয় ও তৃতীয়দের মেডেল
মিসেস রিতা সেন চিন্তিত ওই কাপ কিম্বা মেডেল তাদের ড্রইং রুমে আসবেকিনা
আনন্দবাজার পত্রিকায় চোখ রেখে অবাক হলাম সেদিন ১৪১১ বিজ্ঞাপনের ঠিক নীচে তাকিয়ে
লোকালয়ে ঢুকেপড়া একটা বাঘকে কি নৃশংসভাবে মারে ফেলেছে গ্রামবাসীরা
ইট দিয়ে থেতলে দিয়েছে তার মাথা,নখ,দাঁত অপরাধ ? ক্ষুধা !
না খেতে পেয়ে ১৫ দিন বাঘটা দুর্বল হয়ে আসছিলো
তাই সহজ উপায় কাছের গ্রামে হানা দিয়ে ছাগল কিম্বা গরু মেরে বেঁচে থাকা
আজ ও বেঁচে থাকলে ১৪১১ সংখাটা ১৪১০ হতো না......

কাপুরুষ

তোর ঠোটে ঠোট রেখে চুমু খেতে সাহস হয়নি আমার
চোখে চোখ রেখে কথা বলার সাহসও হয়নি কোনোদিন
অথচ তোকে ভালোবাসি কিসের জন্য ? কিসের প্রত্যাশায় ?
তোর ভরা কোটাল ভেঙে দিয়েছে আমার পাড়, কুল 
পড়ে আছি একা কাপুরুষ এই নির্জন বালুকাবেলায়...

ক্লোরোফিল

ক্লোরোফিল

বুড়ো পাতাটার রং ধূসর হয়ে আসছিলো 
সামান্য একটু সবুজ লেগে আছে এখনও
আর হয়তো বড়জোর সামনের শীত অবধি
কত কালবৈশাখীর সাক্ষী হয়ে আছে সে
পাসে একটা কচি পাতা মেলে ধরেছে নিজেকে
গত রাতে বৃষ্টির পর আরো সবুজ লাগছে ওকে 
হাল্কা হাওয়ায় বুড়ো পাতাটা কচি পাতাটার গা ছুয়ে দেয়
পলকের মধ্যে একটা গরম স্রোত বয়ে যায় তার
মনে পড়ে যায় তার অতীতের বাঁধনছাড়া দিনগুলো 
কচি পাতার থেকে সে চায় সামান্য ক্লোরোফিল....

মেয়েটা কাঁদে কেন ?

একতাড়া নোট ছুড়ে দিতেই মেয়েটা অন্তর্বাস খুলে ফেলল
মদ্যপ যুবকের হাতে এখনো ধরা আছে বেশকিছু চকচকে নোট
পুরুষ বন্য আর নারী পন্য 
টাকার কাছে হার মেনেছে মেয়েটার ইমান
আর কিছুই ওর হারাবার নেই
সোজা পথ ভারী কঠিন,অনেক মেহনতের
তারচাইতে অনেক সহজ বস্ত্রহীন হয়ে পুরুষের লালসা মেটানো
সত্যি কি তাই ? তাহলে মেয়েটা কাঁদে কেন ? ...

বাসটা চলছে হেলছে দুলছে

বাসটা চলছে হেলছে দুলছে
যাচ্ছে হাওড়া থেকে গড়িয়া
কেউবা ঢুলছে নয়তো ঝুলছে
অফিস যাবার পথে কেউ মরিয়া
এক মহিলা উঠলো সেই বাসে
নিয়ে তার বাঁচার সপ্ন ৯ মাসে
লেডিস সীটের সামনে যেই সে দাড়ায়
দিদিমনিরা দেখে তাকে আর মুখটিপে হাসে
জোটে না তার সীট কপালে 
মহিলা সমিতির আমলে 
মায়ের জাত হয়েও কেন
আকাশ থেকে পড়ে যেন
এক পুরুষ যাএী এসে
বললেন তিনি শেষে
"বসুন আমার সীটটাতে
আর মা না হযে বাবা হোক এদেশে"